রাশিয়ার বাণিজ্যমন্ত্রী-তোফায়েল বৈঠক – এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ রাশিয়ার
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও পাট পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এগুলো স্বল্পমূল্যে রাশিয়ার বাজারে এসকল পণ্য রপ্তানি করতে সক্ষম। এ জন্য বাণিজ্য বাধা দূর করা একান্ত প্রয়োজন। রাশিয়ায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানের সমন্বয়ে গঠিত কাস্টম ইউনিয়নের কাছে জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশের রপ্তানিযোগ্য ৭১টি ট্যারিফ লাইনের পণ্যের তালিকা প্রেরণ করা হয়েছে। মন্ত্রী বলেন, দু‘দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পর্যাপ্ত সুযোগ রয়েছে। ডাবল ট্যাক্সেশনসহ বাণিজ্য বাধা দূর করা হলে রাশিয়ায় বাংলাদেশের পণ্যের রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) যোগদান উপলক্ষে রাশিয়া সফররত বাণিজ্যমন্ত্রী আজ রাশিয়ান ফেডারেশনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস ভেলেনটিনোভিস মানটুরোভ (Denis Valentinovich Manturov)-এর সাথে বৈঠকে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার গেজপ্রোম কোম্পানি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজে সফলভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের পেট্রোলিয়াম কোম্পানি রাশিয়ান কোম্পানির সাথে কাজ করছে। রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে চলতি বছর বাণিজ্য, অর্থনৈতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পর্যবেক্ষকের মর্যাদা পেতে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে, পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের বিষয়ে রাশিয়া বাংলাদেশের পক্ষেই থাকবে।
মন্ত্রী রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় রাশিয়া এভিয়েশন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
রাশিয়ান ফেডারেশনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সের্গেই সিভ (Sergey A. Tsyb), কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ইফগেনি গোমিকো (Evgeny Gromyko), রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মো. আশফাকুল ইসলাম বাবুল বৈঠকে উপস্থিত ছিলেন।