প্রধান মেনু

রামকৃষ্ণপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম নিজ বাড়িতে নৃসংশ ভাবে খুন।

  নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার অন্তর্গত রামকৃষ্ণপুর ইউনিয়নের মহাম্মদ পুর গ্রাম নিবাসি কামাল ফরাজীর পুত্র মনিরুল ইসলাম(৬০)। গত ১৮ ই আগষ্ট শনিবার আনুমানিক ভোর ৪ঃ০ঘটিকায় তার হোসনাবাদের নিজবাড়ির দ্বিতীয় তলার শ্বয়ন কক্ষে কে বা কাহারা জবাই করে রেখেগিয়েছে।মনিরুল গত স্হানীয় সরকার নির্বাচনে রামকৃষ্ণপুর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। বর্তমান চেয়ারম্যানের নিকট প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হোন।তার পর থেকেই মনিরুল তার হোসনাবাদের নতুন বাড়িতে থাকেন।মনিরুলের ফ্যামেলী পূর্বে থেকেই ঢাকার বাসা বাড়িতে থাকে।

ঢাকার ব্যবসা দেখা শুনার সুবিধার্থে মনিরুল স্ত্রী -সন্তান ঢাকার বাসায় রাখেন।আর মনিরুল কুষ্টিয়ার বাড়ি ও ব্যবসা দেখাশুনা করেন। মাঝে মধ্যে তিনি ঢাকায় ও যান।মনিরুলের হত্যার রহস্য জানার জন্য এলাকার কিছু লোকের সাথে কথা বলে জানতে পাই,মনিরুল এই বাসায় একাই থাকেন। মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে খেলাধুলা করেন।তাছাড়া মনিরুলের পরিবারের মন্তব্য জানতে চাইলে কি কারনে মনিরুল খুন হতে পারে? প্রশ্নের জবাবে এই মূহুর্তে কোন উত্তর দিতে পারে নাই।তারা বলেন জানামতে মনিরুলের কোন শুত্রু নেই।

এলাকাবাসির ধারনা এটা প্রতিহিংসামূলক হত্যা কান্ডও হতে পারে।মনিরুল রামকৃষ্ণপুর ইউনিয়নবাসির খুব জন প্রিয় ব্যক্তি। সে দানশীল,এবং সমাজ সেবক সৎ মানুষ ছিলেন। মসজিদ ,মাদ্রাসায় তার দানের হাত ছিলো লম্বা এবং প্রসারিত। ঐ মহান আত্তার মানুষটির জন্য  ইউনিয়ন এর সকল স্তরের লোকের দাবি হত্যার আসল রহস্য উৎঘাটন করে খুনির সর্বচ্চ শাস্তি নিশ্চিত করা।এই প্রতিবেদন লিখা পর্যন্ত দৌলতপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।