রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল। বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলকে হারিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এই কার্যকর পরিষদ কমিটির সব কয়টিতে জয় পেয়েছে তারা।
নির্বাচনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমীন ৪৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. দীলিপ কুমার মন্ডল এই ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক দীলিপ কুমার মন্ডল। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ১১৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৪ শিক্ষক।
ঘোষিত ফল অনুযায়ী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাদা প্যানেলের অধ্যাপক ছায়েদুর রহমান পেয়েছেন ৩৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক রুহুল আমিন। সাদা দলের প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর কবীর পেয়েছেন ৩৬৮ ভোট।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইনস্টিডিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মো. আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের মো. ফারুক শাহ, সদস্য মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সনজীব কুমার সাহা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পরভীন (মাধবী), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের, মো. খাইরুল ইসলাম, গণিত বিভাগের মো. লুৎফর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রয়েল), ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোসা. জেসমীন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের মো. নুরে আলম সিদ্দিকী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম (রাজিব), দর্শন বিভাগের মো. জাহিদুল ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম।
নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়াক অধ্যাপক ড. রকীব আহমদ বলেন, এ জয়ে প্রমান হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ লালন করে। তারা মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার পক্ষে আছে।
(মোঃ আল-আমিন হোসেন, রাজশাহী)