প্রধান মেনু

রাবি ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালিত

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদে মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরি মাহফুজুর রহমান তপুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, জঙ্গি নির্মূলের লক্ষ্যে রাজপথে থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(মোঃ আল-আমিন হোসেন, রাজশাহী জেলা)