প্রধান মেনু

রাবিতে সমাজকর্ম বিভাগে অধ্যাপক এমাজ উদ্দিনের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার – বিশিষ্ট শিক্ষাবিদ ও দেশের অন্যতম সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. এমাজ উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন। এ সময় বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন, ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রফেসর এমাজ উদ্দিন রাবি এর সমাজকর্ম বিভাগে
১৯৯৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করে ২০১২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

এর আগে তিনি ২০০৬ সালে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন। তাঁর পি- এইচ.ডি ডিগ্রির বিষয় ছিল “ফ্যামিলি স্ট্রাকচার ইন অ্যা ভিলেজ অব বাংলাদেশ: অ্যা ক্রস কালচারাল স্টাডি, দ্যা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অধ্যাপক এমাজ উদ্দিন সামাজিক জীবন ব্যবস্থা, গ্রামীণ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিয়ে দীর্ঘদিন যাবৎ অধ্যাপনা ও বাংলাদেশের উত্তর -পশ্চিম অঞ্চলের নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন নিয়ে গবেষণা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেন। এছাড়াও তাঁর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিখ্যাত জার্নালে প্রায় ৫০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ইনডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব সোশ্যালওয়ার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল জার্নালের রিভিউ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দক্ষতা, প্রজ্ঞা ও মেধার স্বাক্ষর রেখেছেন। অধ্যাপক এমাজ উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের বোর্ড অব স্টাডিজের অন্যতম সদস্য ।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ স্টিয়ারিং কমিটির অন্যতম কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং বর্তমানে স্টিয়ারিং কমিটি মনোনীত সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাবি’র শিক্ষক সমিতিতে হলুদ প্যানেলের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । প্রফেসর এমাজ উদ্দিন ওয়ান-ইলেভেনের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যখন ফখরুদ্দিন, মইনুদ্দিন সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেন তার প্রতিবাদে সারাদেশের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদের ঝড় ওঠে। তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ও বর্তমান উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাবি’র সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর জালাল উদ্দিনের সাথে প্রফেসর মোঃ এমাজ উদ্দিন শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছিলেন।

সর্বশেষ নওগাাঁ জেলা সমিতির পক্ষ থেকে রাজশাহী সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও ১৪দল মনোনীত মেয়র নির্বাচনে ব্যাপক প্রচার ভূমিকা রাখেন। অধ্যাপক এমাজ উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, তিনি অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের আরো যুগোপযোগী শিক্ষা ও চাকুরির প্রতিযোগিতামূলক বাজারে জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করতে সব ধরণের উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।