প্রধান মেনু

রাত্রের আধারে ওয়ালটন শো-রুম ডাকাতি

ঘটনাটি ঘটে ০৪/০৫/২০১৭ইং তাং এ নিরঝুম রাত্রে, লোকজন তেমন চলাচলা করে না। ৬০ ফিট বাগদাদ মসজিদ এর সামনে নতুন ওয়ালটন শো-রুম তৈরী করে। ঐ রাত্রে বড় কার্গো করে রাত্রে শো-রুম এ মালামাল আসে। তখন ওঁত পেতে থাকা সাদা কালার একটি পিকআপ যাহার নম্বর কাপড় দিয়ে বাঁধা ছিল। দোকান এর কর্মচারীর কার্গো থেকে মালামাল নামানোর সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী লোক এসে বলে, কেহ নড়াচড়া করবি না। যদি করিস তা’হলে গুলি করে দেব। তাৎক্ষণিক তাদের হাত, পা, মুখ কাপড় দিয়ে বেঁধে রেখে ৫৫/৫৪ ইঞ্চি টিভি ১৬ টা এবং ফ্রিজ ২০ টা ঐ পিকআপে উঠিয়ে নিয়ে চলে যায়। আমাদের বলার মত কোন ভাষা নাই। মালামাল এর মূল্য প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকার মত। রাত্রে মাল আসলে আমরা কীভাবে মাল নামাবো, আমরা ব্যবসায়ীরা মালামাল হয় তাদের কাছে জিম্মি রাখতে হবে না হয় আমাদের ব্যবসা বন্ধ করি দিতে হবে। তাই অভিযোগ আমাদের মত আর কোন দোকানদার ও শো-রুম মালিকদের মালামাল নামানোর আগে চারি-দিকে লক্ষ্য করে বা পুলিশকে পূর্ব থেকে জানিয়ে মালালাম নামানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।

(মোঃ মফিজুর রহমান মনা)