প্রধান মেনু

রাতের আধাঁরে বাড়ী ভাংচুর

দিনাজপুরের পার্বতীপুরে গভীর রাতে বাড়ীতে হামলা চালিয়ে ইটের বাড়ীর সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ১৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামে ব্যবসায়ী আজিজুল ইসলামের বাড়িতে।
সরেজমিনে ঘটনা স্থানে গেলে আজিজুল ইসলামের সাথে কথা বলে জানা জায়, বসত ভিটার মালিকানা নিয়ে ব্যবসায়ী প্রতিবেশি আব্দুল হামিদের সাথে বিরোধ চলে আসছিল। তারই জেরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল হামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাড়ীর পাকা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। তিনি আরো জানান, তারা ঘটনার সময় তাদের একটি ঘরে আটকে রেখে বাড়ী থেকে নগদ ১লাখ ৯০হাজার টাকাসহ ৩লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
এব্যপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।
(আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর, দিনাজপুর)