রাজশাহী মহানগরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন পালিত

আজ সোমবার বিকেলে জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়েচারটার দিকে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বিকেল ৫টার দিকে তিনি এবং কেন্দ্রীয় নেতারা মঞ্চে এসে উপস্থিত হন। এর আগে রাজশাহীর তৃণমুলের নেতারা বক্তব্য রাখছিলেন। প্রসঙ্গত, রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান ডালিমকে সদস্য সচিব করে গত ২২ মার্চ পার্টির চেয়ারম্যান সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
করে দেন। আজ সম্মেলন করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই নগরীর চার থানা ও
৩০টি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনের মধ্যে দিয়ে তারা মহানগর সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেন।
(হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির, রাজশাহী)