রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ভবানিগঞ্জ নিউ মার্কেটের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হকের সভাপতিত্বে মুঠোফোনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীকাল থেকে একমাস যাবৎ নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। বাগমারা থেকে নতুন ১ লক্ষ সদস্য সংগ্রহ হবে বলে আশা করেন এলাকার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক। কোন সন্ত্রাসী দাগি আসামী সদস্য হতে পারবে না বলে জানান তিনি। সদস্য সংগ্রহ ফরম বিতরণ করেন বিশেষ অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শ্রী অনিল কুমার। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি রবিউল আলম বাবু ও সাধারণ সম্পাদক তাজিবুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ ওয়াশিম কেটু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোরজিনা পারভীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আবুল।
(মোঃ সাব্বির হোসেন – সিনিয়র রিপোর্টার, রাজশাহী)