প্রধান মেনু

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হোস্টেল থেকে বিদেশী এক ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেল থেকে বিদেশী ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তার লাশ পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানান শাহমখুম থানার ওসি জিল্লুর রহমান।নিহতের নাম রাউধা আথিফ (২০)। তার বাবার নাম মো: আতিফ ও মায়ের নাম আমিনা মহাসিমাত। তার বাড়ি মালদ্বীপের মেল এ । রাউদা এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।হোস্টেল কর্তৃপক্ষেও বরাদ দিয়ে ওসি জানান, রাউধা মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর রুমে থাকতো। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দরজা ভেঙ্গে সহপাঠিদেও সহযোগিতায় হোস্টেল কর্তৃপক্ষ লাশ নামায়। এসময় চিকিৎসকরা সেখানে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়। রাউধা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান মহানগর পুলিশ কমিশনার মোঃশফিকুল ইসলাম।
হোস্টেলের ইনচার্জ লাইলা আক্তার বলেন, বিদেশী কোটার ছাত্রী ছিল রাউধা। সাড়ে ১১টার দিকে সহপাঠিরা ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। এসময় দ্রুত দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। রাউধা ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে উঠে। ওই রুমে ছয়জন বিদেশী শিক্ষার্থীরা থাকে বলে জানান তিনি।

(মোঃশামসুল ইসলাম, রাজশাহী)