রাজশাহীতে সারের দোকান ও খাবার হোটেেল আগুন
রাজশাহীর দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ভাতের হোটেল ও কিটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাছ হাটা এলাকার হোটেলের আগুন থেকে দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে সবকিছু পুড়ে যায়। জানা গেছে, দুর্গাপুরের মাছহাটা এলাকার আফাজের ভাতের হোটেলের চুলোর আগুন থেকে ছড়িয়ে পুরো হোটেলটি পুড়ে যায়। ওই আগুন পাশের মুনসুরের সারের দোকানেও ধরে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসে র কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
( হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির-রাজশাহী
« নারী ও শিশু নির্যাতন মামলায় রাকিব হাসান রাব্বানি সহ গ্রেফতার ২ (পূর্বের খবর)
(পরের খবর) আজ ২৫ মার্চ গনহত্যা দিবস »