প্রধান মেনু

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ

নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে রাজশাহীতে বিভিন্ন সংগঠন র‌্যালী বের করে শহরের বিভিন্ন দিক ঘুুরে রাজশাহী কলেজ শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্দোগে কুচকাওয়াজ ও ডিসপ্লে­ প্রদশ্রনীর আয়োজোন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো:নূর-উর-রহমান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব এম খুরশিদ হোসেন,পুলিশ সুপার রাজশাহী জনাব মো:মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা প্রশাসক জনাব কাজী আশরাফ উদ্দীন।বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠিসমূহের কর্মীগণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম মাঠে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা। অন্যদিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, র‌্যালী, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

(মো:শামসুল ইসলাম, রাজশাহী)