প্রধান মেনু

রাজশাহীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

রাজশাহী মহানগরীতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।সকালে সূর্যোদয়ের পর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের পাশে কুমারপাড়ার স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা।এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।একই সময়ে মহানগরীর লক্ষীপুরে দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এদিকে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।এছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মো:শামসুল ইসলাম(রাজশাহী)