প্রধান মেনু

রাজধানী মিরপুরে “নীল তিমি”আঁকা এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

এন,ডি,এন নিউজঃ রাজধানীর মিরপুর থেকে হাতে ‘নীল তিমির’ ছবি আঁকা এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে সায়েম (১৬) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

সায়েমদের প্রতিবেশি ঢাবির ছাত্র কবির জানান, ক্ষুদ্র ব্যবসায়ী সায়েমের বাবা বাবু দেওয়ান রোববার ছেলের হাতে নীল তিমি আঁকা ছবি দেখতে পেয়ে তাকে শাসন করেন। এরপর সোমবার রাতে ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন সায়েম ব্লু হোয়েল গেমে আসক্তি থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাবে না।’

মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া সমকালকে জানান, হাতে নীল তিমির ছবি আঁকা ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।