রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩হাজার ৫শ ৯৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২
নিজেস্ব প্রতিবেদক: দেশের অন্যতম মাদক স্পট হচ্ছে রাজধানীর ঢাকার মোহাম্মাদপুর,এবং বহু পুরানো এই মাদক স্পট তাই ছোটবড় প্রায় সবাই জানে। শুধু জানলে কি হবে? কেউ এগিয়ে আসেনা। এই মাদক স্পট টিকে আছে শুধু আইনশৃংখলা বাহিনীর কিছু অসৎ অফিসার এবং এলাকার কিছু অসৎ বাজে নেতাদের ছত্র ছায়াতে। তবে এলাকার রাজনৈতিক দলের নেতাদের এবং আইনশৃংখলা বাহিনীর সৎ অফিসারদের সুদৃষ্টি পড়লে শুধু মোহাম্মাদপুর না গোটা দেশের মাদক মুক্ত করা সম্ভব বলে ব্যাক্ত করেন এলাকাবাসি। তবে ইংরেজী নববর্ষকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা বাড়তি আয়ের আসায় বেপরওয়া হয়ে ঠেছে। রাজধানীর মোহাম্মাদপুর আজিজ মহল্লা থেকে ৩হাজার ৫শ ৯৯ পিস ইয়াবা ১টি মোটর সাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব-২ এর এই অভিযান চলে ১২ ডিসেম্বর ২০১৭ রাত আনুমানিক ৯.৩০দিকে। র্যাব-২ সুত্রে জানা যায়, র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আজিজ মহল্লা, ৭/৬, ব্লক এফ নং বাসার সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে
উপস্থিত হয়ে রাস্তার উপর মাদক বিক্রয়ের সময় মোঃ মুরাদ হোসেন (২২), পিতা-মোঃ বাবর, বাসা নং-২৫৫, ব্লক সি, জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর ঢাকা, ও মোঃ ফখরুল ইসলম (২৮), পিতা-মৃত মোঃ শহীদ উল্লাহ, সাং-কুতুবপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী এই দুজনকে ২ হাজার ৭শ ৫০ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল এবং ইয়াবা বিক্রির
৮শ২০টাকাসহ আটক করে।
র্যাব-২ এর আরও একটি আভিযানিক দল মোহাম্মদপুর আজমেরী ফার্নিচার, ৬/৬, ব্লক-এফ, জয়েন্ট কোয়াটার, আজিজ মহল্লা এর দোকানের সামনে থেকে ৮শ ৪৯ পিস ইয়াবা, ১ বোতল বিদেশী বিয়ার ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ৩শ ১০ টাকাসহ মোঃ মেহেদী হাসান (২৫)কে গ্রেফতার করে। তার পিতার নাম-মোঃ সেলিম, সাং-মরকুন টেকপাড়া, থানা-টঙ্গী, জেলা- গাজীপুর।
আটককৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, ইংরেজী নববর্ষকে সামনে রেখে বাড়তি আয়ের আসায় তারা কক্সবাজার এর টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যেটা যাচাই বাছাইয়ের কাজ চলছে।