রাজধানীর মিরপুর মাজার কো- অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেট এর ৫০ বছর পূর্তি
রাজধানীর মিরপুর মাজার কো- অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেট এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল আনন্দর্যালী ্ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।১৯৬৭ সালে মাত্র ২১৭ জন সদস্য নিয়ে এ সোসাইটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখা ১১০০জন।
সকল সদস্যদের অংশগ্রহনে এ র্যালীটি মিরপুর মাজার কো অপারেটিভ মার্কেট হতে সনি সিনেমা হল হয়ে শাহ আলী মাজার প্রদক্ষিন করে কো অপারেটিভ মার্কেটের সামনে শেষ হয়। এসময় সোসাইটির চেয়ারম্যান আলহাজ¦ মো: নাছির উদ্দিন ভূইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনন্দমুখর এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
মিরপুর মাজার কো- অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেট একাধিক মার্কেট প্রজেক্টস, হাউজিং , বিভিন্ন বেকার যুবকদের কর্মসংস্থানসহ জাতীয় সমবায় আন্দোলনের গতিকে তরান্বিত করতে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। এসময় এ সোসাইটির সক্রেটোরী আবু সাঈদ মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।