রাজধানীর গাবতলী গরুর হাটে ভয়াবহ আগুন, ব্যবসায়ীরা শোকে মূহ্যমান-ভিডিও সহ
রাজধানীর গাবতলী গরুর হাটে আজ (২৯ জুন) সকাল ১০.০০টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এসময় ১০/১২ টি গরু আগুনে দগ্ধহয়ে মারা যায় ।এছাড়া আরও অন্তত ১৫/২০ টি গরু গুরুতর দগ্ধ অবস্থায় আহত হয়েছেন। এদের মধ্যে কিছু কিছু গরু তৎক্ষনাৎ জবাই করা হয়েছে।
এ ঘটনায় প্রায় ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা এখন শোকে মূহ্যমান। যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের অনেকেই নিজেদের শেষ সম্বলকে এ ব্যবসায় বিনিয়োগ করেছেন।
বগুড়ার গরু ব্যবসায়ী আশরাফ মিয়া চোখ মুছতে মুছতে বলেন, আমার চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ আমারে পথের ফকির বানাইয়া দিল।
এদিকে অগ্নিকান্ডের এঘটনার সময় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুন লাগার কারন তারা উৎঘাটন করতে পারে নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের লাইন থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটতে পারে।
(সিরাজুল ইসলাম)