রাজধানীর গাবতলীতে বেপরোয়া চলছে ফিটনেস বিহীন গাড়ি
বাবুল খানঃ রাজধানী ঢাকা গাবতলি ব্রিজ সংলগ্ন হইতে ব্রাদার্স যানযাবিল প্রত্যয় নামের পরিবহন ছেড়ে যাই ঢাকা উদ্দান মোহাম্মদপুর রায় বাজার হাজারিবাগ সেকশন কামরাঙ্গিরচর সুয়ারিঘাট হয়ে বাবুবাজার এই সমস্ত গাড়ি নেই কোনো ফিটনেস নেই কোনো ড্রাইভারের ড্রাইভিন লাইসেন্স এমন কি ভাড়া আদায় করছে দ্বিগুণ। মোহাম্মদপুর ভাড়া ২০/ টাকা রায় বাজার ৩০/ টাকা হাজারিবাগ ৩০/ বাবুবাজার ৫০/ টাকা আর এই সেন্টিকেটে রহেছে হান্নান মিজান উত্তম সহ অনেকে। লাইন ম্যান হিসাবে গাড়ি প্রতি নিয়া হয় ৩০০/ টাকা করে শুধু এখানেই শেষ নয় ছোট ছোট পি কাপ দিয়া যাত্রী বহন করছে তাহারা ঐ পি কাপ থেকেও নিয়া হয় ৩০০/ টাকা করে সরেজমিনের থেকে এসি সাহেব টি আই মাহাবুবুর সাহেব ও দারুসসালাম থানার ওসি তদন্ত ফারুকুর সাহেব কে অবগত করলে সাথে সাথে বাবস্তা গ্রহণ করে এবং ৭ টি পি কাপ জব্দ করেন এবং ১৫১ ধারায় মামলা করেন ব্রাদার্স পরিবহন যানযাবিল পরিবহন ও প্রত্যয় পরিবহন দ্রুত পালিয়ে যায়।
সাংবাদিকদের মেনেজ করার চেস্টা করে সাংবাদিকরা প্রত্তাখ্যান করায় ঘটনা এলাকা ত্যাগ করলে মুঠোফোনে দেওয়া হয় হুমকি পাশা পাশি গাবতলি পর্বত সিনেমা হল লগ্ন থেকে বড়বাজার দিয়া বাড়ি কুনাবাড়ি ইস্টার্ন ১নং মাজার সংলগ্ন পর্যন্ত দেদারসে চলছে নিষিদ্ধ এপার ওপার লেগুনা যার নেই কোনো রড পারমিট। নেই কোনো যোগ্য ড্রাইভার শিশুদের দিয়া চালানো হচ্ছে গাড়ি নেই তাহাদের ড্রাইভিং লাইসেন্স একের পর এক ঘটছে দূর ঘটনা এইসব বিষয় রয়েছে অদৃশ্য পুলিশ প্রশাসন ও এলাকার প্রভাবশালীরা। প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সুশাসন কার্যকর করতে এগিয়ে আসার জন্য সচেতন নাগরিকদের অনুরোধ।