রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুপরিকল্পিত ভূমিকা অপরিহার্য। তিনি আজ দনিয়া সহজপাঠ স্কুল মাঠে ‘প্রিয় বাংলাদেশ’ কর্তৃক ‘সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ- ২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক টুটুল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলী নূর জয়, বিশিষ্ট ব্যাংকার অনক আলী হোসেন শাহেদী ও এ কে খান জয়। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি।
এ উপলব্ধি থেকে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করে নিরক্ষরমুক্ত সোনার বাংলা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ’ ও ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সৃজনশীল মেধা অন্বেষণ ও রেকর্ড পরিমাণ শিক্ষা উপবৃত্তি চালু করেছেন। প্রিয় বাংলাদেশ-এর কর্মসূচিতে ১৩টি দেশের সমাজসচেতন মানুষের সংহতি প্রকাশকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে সংগঠনটি দেশের আর্তমানবতার সেবা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি দেশের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র প্রদান, ১০ হাজারের অধিক দরিদ্র শিক্ষার্থীর জন্য শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দিয়েছে। তিনি ‘প্রিয় বাংলাদেশ’ সংগঠনটিকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন। পরে প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে সহজপাঠ স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন।