প্রধান মেনু

রমজানে রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজান মাসে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হুশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম। শনিবার মহানগর পুলিশের সদর দপ্তরের প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ হুশিয়ারি দেন তিনি।পবিত্র রজমান ও ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ব্যবসায়ী, পরিবহন সংগঠন ও ভোক্তা অধিকার বিষয়ে এ মতবিনিময়ের আয়োজন করে পুলিশ কমিশনার।শফিকুল ইসলাম বলেন, রমজান মাসে কোন ব্যবসায়ী ও নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন যদি মনে করেন তারা পুলিশকে ফোন করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে এবং নিরাপত্তা দেয়া হবে। এছাড়াও ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করতে নগরীতে পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হবে বলে জানান তিনি।শফিকুল ইসলাম বলেন, রমজান মাসে ফুটপাতে কোন দোকান বসবে না। ফুটপাত ও রাস্তার উপর ইফতারি তৈরী ও বিক্রয় করা যাবে না। যত্রতত্র গাড়ি রাখা যাবে না। দিনের বেলা শহরের ভিতরে ভারি যান বাহন প্রবেশ করবে না। পরিবহনে বেশী ভাড়া নেয়া যাবে না। এ গুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ বিভাগকে কঠোর নির্দেশ দেন কমিশনার শফিকুল ইসলাম।ব্যবসায়ীদের উদ্যেশ্যে পুলিশ কমিশনার বলেন, পন্যের দাম বাড়ানো যাবে না। ঢাকায় বেধে দেয়া দলের চেয়ে রাজশাহীতে প্রতি কেজিতে ২৫ টাকা হারে মাংসের দাম কম নিতে হবে। সে ক্ষেত্রে রাজশাহীতে ৪৫০ টাকার বেশী গরুর মাংস বিক্রি করা যাবে না। নির্ধারিত দামের বেশী কেউ দিবেন না। এ ব্যাপারে সিটি করর্পোরেশন ও বি,এস,টি আয়ের কর্মকর্তাদের তালিকা টাঙ্গানোর ব্যবস্থা করার জন্য আহবান জানিয়েছেন পুলিশ কমিশনার।তিনি বলেন, রমজান মাসে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বন্ধে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে। কোথাও কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। এ ক্ষেত্রে দায়িত্বে অবহেলা পেলে সাথে সাথে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন পুলিশ কমিশনার।
রমজান মাসে আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ কমিশনার ব্যবসায়ীদের বিস্ফোরক জাতিয় কোন পন্য (পটকা) ক্রয় বিক্রয় না করার আহবান জানায়।মতিবিনময়কালে রাজশাহী চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মনিরুজ্জামান মনিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ, র‌্যাব, বিজিবি, সিটি করর্পোরেশন কর্মকর্তা, বিএসটিআইয়ের কর্মকর্তা এবং সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(মোঃশামসুল ইসলাম, রাজশাহী)