যৌন ও প্রজনন স্বাস্থ্যরক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তুলুন -তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার। আর এ অধিকার রক্ষা ও চর্চায় প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।’ আজ রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা শেয়ার- নেট আয়োজিত ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য জ্ঞান মেলা’য় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের উপ-প্রধান জেরন স্টীস (ঔবৎড়বহ ঝঃববমযং), রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী এবং ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট, স্কুল অভ্ধসঢ়; পাবলিক হেলথ এর ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যে বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন, জনস্বাস্থ্য সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসার অর্থ হচ্ছে, আরো বেশি মানুষ সচেতন হচ্ছে।’ এ ধরনের জ্ঞানমেলা আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। দিনব্যাপী এ মেলায় সাতটি সেশনে কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বিভিন্ন পেশাজীবী মানুষকে যৌন ও প্রজনন স্বাস্থ্যের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।