যোগ্যতা দিয়েই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যোগ্যতা দিয়েই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ছাত্রদের স্ব-উদ্যোগে নিজেদের যোগ্য ও দক্ষ করার প্রচেষ্টা চালানো প্রয়োজন। তরুণ বয়সটাই শেখার এবং ভুল করার বয়স। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পড়াশোনার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য আলোকিত বই এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- সাবলীলভাবে বেড়ে উঠতে সহায়তা করে।
প্রতিমন্ত্রী, আজ ঢাকা কলেজ খেলার মাঠে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ তরুণ-এই তরুণরাই বাংলাদেশ; এরাই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার করিগর। আমরা তরুণদের আগামী দিনের জন্য প্রস্তুত করতে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছি, গবেষণা কর্মে প্রণোদনা দিচ্ছি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লাহ বক্তব্য রাখেন।