যাত্রীবাহী বাস দূর্ঘটনায় আহত ৩০
সাভারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, দুপুরে গ্রামীণ শুভেচ্ছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভার থেকে যাত্রী নিয়ে রাজধানীর গুলিস্তান রওয়ানা দেয়। বাসটি ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে আইলান্ডের উপরে উঠে যায়। এসময় পেছন থেকে দুটি পিকাপ ভ্যান ওই বাসের পিছনে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে বাস ও পিকাপে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ঢাকা আরিচা মহাড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়িয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবুল হোসেন বলেন, মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সিরাজুল ইসলাম,সাভার: