মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, ছায়েদুল হক ১৯৬৬ এর ৬ দফা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদ একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো। স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজও ছায়েদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।