প্রধান মেনু

মৎস্যসম্পদ আহরণ ও বাজারজাতকরণে ফিশারিজ ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ -মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, মৎস্যসম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, জীববৈচিত্র্যরক্ষা ও পরিবেশ দূষণরোধে মেরিন ফিশারিজ ক্যাডেটদের অগ্রণী ভূমিকা রয়েছে। প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে ২০১৮ সালে ৩৭তম ব্যাচের গ্রাজুয়েটদের সনদ ও মেধাভিত্তিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে সুদূরপ্রসারী চিন্তা ও ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠিা করেন।

এ একাডেমি থেকে ৩২তম থেকে ৩৬তম ব্যাচের মোট ৩৭জন গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ১৮০০ জন ক্যাডেট গ্রাজুয়েটের মধ্যে ১৭৬৪ জন ক্যাডেট দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, এ একাডেমিকে আন্তর্জাতিকমানের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমুদ্রসম্পদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানরূপে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে “মেরিন ফিশারিজ একাডেমির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জোরদারকরণ” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে।

ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়নের জন্য কম্পিউটার বেসড অত্যাধুনিক সিমুলেটর সংগ্রহের জন্যও একটি প্রকল্পের কাজ হাতে নেয়া হচ্ছে। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদের আধার বঙ্গোপসাগর বাংলাদেশের ‘তৃতীয় প্রতিবেশি’ হিসেবে আজ সর্বজনবিদিত। মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, যুগ্মসচিব (ব্লু-ইকোনমি) তৌফিকুল আরিফ, একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।