মেহেরপুরে মাদকসেবীর কোপে যুবক আহত
মেহেরপুর শহরের ঘোষপাড়ায় মাদক সেবন করে মাতলামি করার প্রতিবাদ করায় আল মান্নাফ ঝলক নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে পারভেজ নামের এক মাদক সেবী।শনিবার ঈদের দিন রাতে এ ঘটনা ঘটেছে। আহত যুবক আল মান্নাফ মেহেরপুরের একটি ক্লিনিকে মৃত্যুশয্যায় আছে। হামলাকারী মাদকসেবী পারভেজ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করতে পারেনি।
আহত যুবকের বড় ভাই আল মামুন অনল জানান, একই পাড়ার খোকনের ছেলে পারভেজ এলাকার চিহিৃত মাদক সেবনকারী। কয়েকদিন আগে মাদক সেবন করে সে আমাদের বাড়ির পাশে মাতলামি করছিল। তাঁর ছোট ভাই আল মান্নাফ ঝলক প্রতিবাদ করে সেখানে থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার জের ধরে ঈদের দিন রাতে আকস্মিক ভাবে সে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি কোপ দিয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঈদের ছুটির কারণে তাকে কুষ্টিয়া না নিয়ে মেহেরপুর ক্লিনিকে নিয়ে তাৎক্ষনিক অস্ত্রপাচার করানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করতে পারেনি। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও মেহেরপুর ক্লিনিকের স্বত্তাধিকারী ডা. মিজানুর রহমান জানান, অস্ত্রের কোপটি পিঠ দিয়ে ফুসফুসে আঘাত হেনেছে। তার অবস্থা আশংকাজনক।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ তাকে আটকের অভিযান চালায়। সে আত্মগোপনে থাকায় তাকে আটক করা যায়নি। তবে পুলিশ অভিযান অব্যহত রেখেছে। সে এলাকার চিহিৃত মাদকসেবী। মাদক ব্যবসার জড়িত রয়েছে কিনা খোঁজ খবর নেওয়া হচ্ছে।
« নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন ক্রিকেট তারকা মাশরাফি।। (পূর্বের খবর)
(পরের খবর) পঞ্চগড়ে গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু »