প্রধান মেনু

মেহেরপুরের গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

মজনুর রহমান আকাশ, গাংনী, মেহেরপুর|| মেহেরপুরের গাংনীতে ৪০তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় এর উদ্বোধন করেন এমপি সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, এমপি পত্নী লায়লা আরজুমান শিলা ও গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম লালুসহ অনেকে। মেলায় ১৮ টি স্টল ঠাঁই পেয়েছে। উদ্বোধন শেষে অনুষ্ঠানের অতিথীবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। আগামীকাল এ মেলার সমাপনী ঘোষণা করা হবে।