প্রধান মেনু

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা উদ্ধার

মজনুর রহমান আকাশ, গাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের নাজেরা খাতুনের বাড়ির সামনে একটি বালুর গাদার উপর থেকে গাংনী থানা পুলিশের একটি টীম বোমা দুটি উদ্ধার করে। গাংনী থানার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সেআই মিলন ও সঙ্গীয় ফোর্স বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখে। নাশকতার জন্য বোমা দুটি রাখা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।