মেহেরপুরের গাংনীতে ডাকাত সর্দার গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো চাপাতি উদ্ধার
মজনুর রহমান আকাশ, গাংনীঃ আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি ও দুটি ধারালো চাপাতি। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি লিচু বাগানে একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে সেলিম । তার কাছ থেকে জব্দ করা হয় একটি ওয়ান স্যুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র। তার নামে মেহেরপুর সদর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।