প্রধান মেনু

মেধাস্বত্ব রক্ষায় উদ্ভাবিত প্রযুক্তির পেটেন্ট নিবন্ধন করতে হবে — তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি উদ্ভাবিত প্রযুক্তির পেটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধন করা উদ্ভাবকদের মেধাস্বত্ব রক্ষার জন্য অপরিহার্য। উদ্ভাবন কেবলমাত্র উদ্ভাবনের মধ্যেই শেষ নয়। উদ্ভাবিত প্রযুক্তির মেধাস্বত্ব আন্তর্জাতিকভাবে রক্ষা করতে তরুণ উদ্ভাবকদের সচেষ্ট থাকার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৮’ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান।

মোস্তাফা জব্বার জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের ২০১৪ সালের নির্বাচনি ইসতেহারের উল্লেখ করে বলেন, যে জাতি ভিশন ২০২১, ভিশন ২০৪১ এবং ভিশন ২১০০ নিয়ে এগিয়ে যাচ্ছে, সে জাতি পিছিয়ে থাকতে পারেনা। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বক্তৃতা করেন।প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ এখন অনেকদূর এগিয়েছে। আমরা শুধু প্রযুক্তি পণ্য উৎপাদনই করছিনা রপ্তানিও করছি। গত দশ বছরে প্রযুক্তি রপ্তানি বাণিজ্য ৬০ মিলিয়ন থেকে ৮০০ মিলিয়নে উপনীত হয়েছে। পরে মন্ত্রী বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের ৩৫টি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ৩৫টি ক্যাটাগরিতে ৭৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।