প্রধান মেনু

মেধাবৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে —রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, মেধাবৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহ যোগাবে। ফলে তারা লেখাপড়ার মাধ্যমে নিজেদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে। মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে। আর এর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের ছেলেমেয়ে যারা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে তাদের ৭৮ জনকে বই, ক্রেস্ট ও এককালীন আর্থিক অনুদান দেয়া হয়।