মেট্রোরেল নির্মাণে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করলেন ওবায়দুল কাদের
মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজে যুক্ত হলো নতুন মাত্রা। দেশে প্রথমবারের মতো কোনো স্থাপনা নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির অংশ হিসেবে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং-এর ব্যবহার শুরু হলো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল রুট-৬ এর ৫নং প্যাকেজের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করেন। মেট্রোরেল রুট-৬ নির্মাণে প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কাওরান বাজার পর্যন্ত তিন কিলোমিটারের বেশি মেট্রো লাইন নির্মিত হবে। প্যাকেজ-৫ বাস্তবায়নে যৌথভাবে দেশীয় প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের সাথে জাপানের চঊককঊঘ-অইঊঘওককঙ কোম্পানি কাজ করছে। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, আব্দুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম ও পরিচালক আনিছ হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।