প্রধান মেনু

মেক্সিকো সম্মেলনে দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের অংশগ্রহণ

মেক্সিকোর কানকুনে শুরু হয়েছে ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিক্স রিডাকশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বিশে^র প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন।
বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো (Enrique Pena Nieto) সম্মেলনের উদ্বোধন করেন। এরপর প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল বাংলাদেশের প্রতিনিধিদের বিভিন্ন সেশনে অংশগ্রহণের দায়িত্ব বণ্টন করে দেন। সে আলোকে প্রতিনিধিদলের সদস্যরা প্রথম দিনের সেশনগুলোতে নিজ নিজ রিপোর্ট উপস্থাপন করেন।
প্রথম দিনের সেশন শেষে মেক্সিকোর রাষ্ট্রপতি এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে মন্ত্রী সস্ত্রীক যোগ দেন।