মুম্বাইয়ে জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪২তম শাহাদত বার্ষিকী পালন
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ২০১৭ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। দিবসটি স্মরণে উপ-হাইকমিশনে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলন ও অর্ধনমিতকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা ও স্মরণ সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করেন। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্বাগতিক দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল পুনতামবেকার, এডভোকেট নীলুফার ভগওয়াৎসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। পতাকা অর্ধনমিতকরণ সমাপনান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপ-হাইকমিশনার শোক সভায় বিনম্্র শ্রদ্ধাচিত্তে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ স্মরণ সভায় ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল পুনতামবেকারসহ প্রবাসী বাংলাদেশিগণও আলোচনায় অংশ নেন এবং বঙ্গবন্ধুর প্রতি তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শোকসভার শেষ পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র “সোনালী দিনগুলো (Those Golden Days)” প্রদর্শন করা হয়।