মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা বেলুন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা শ্রমীক লীগ অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম আইয়ুব হারিচ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সজল কুমার সাহা, অভিবাবক সদস্য মোঃ নুরুজ্জামান বুলবুল, আব্দুল জলিল, মুন্সিবাজার বনিক সমিতির সভাপতি জগ জীবন সাহা প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।