প্রধান মেনু

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার কাজ করছে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি ভবনটি নির্মাণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।

পরে প্রতিমন্ত্রী কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা  গ্রামে গণসংযোগ করেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।