মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ ৮-১৪ মে পালিত হবে
আগামী ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং অধীনস্থ সকল দপ্তর ও সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সেবা সপ্তাহের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেবা সপ্তাহ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে গেজেট সংশোধন, গেজেট সংশোধন সংক্রান্ত তথ্য প্রদান ও যথাযথ কর্তৃপক্ষের সুপারিশের আলোকে গেজেট প্রকাশের ব্যবস্থা করা হবে। প্রত্যয়ন শাখা থেকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে ভতির্, চাকুরীরত কর্মকর্তা ও কর্মচারীর চাকুরিকাল বর্ধিতকরণের প্রত্যয়নপত্র প্রদান করা হবে। হিসাব শাখার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।
উন্নয়ন শাখা হতে শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ছাড়পত্র যাচাইকরণ এবং মুক্তিযোদ্ধাদের জমিজমা, প্লট, বাড়ি সংক্রান্ত আবেদন যাচাইকরণ ও অগ্রায়ন করা হবে। বাজেট শাখার মাধ্যমে শহিদ, খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, মৃত যুদ্ধাহত এবং সাধারন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অনুমোদন ও বরাদ্দ প্রদান, প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারে অনুদান প্রদান এবং খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক (এ২চ) পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। সনদ অধিশাখা হতে সাময়িক সনদ প্রদান, রেজিস্ট্রার সংশোধন এবং সাময়িক সনদ ও ওয়েবসাইটে এর তথ্য সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসন শাখা হতে মন্ত্রণালয় ও অধীনস্থ কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সেবা প্রদান করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এসংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সেবা সপ্তাহে সেবা গ্রহণের জন্য সেবা প্রত্যাশীদের আহ্বান জানানো হয়েছে। এসময় মন্ত্রী সেবা প্রত্যাশীদের সহজে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।