মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটি সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহীম এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সারাদেশ থেকে অনলাইনে এবং সরাসরি মোট ১৪২৯৫০ টি আবেদন পাওয়া গেছে, যা যাচাই বাছাইয়ের জন্য ৪৭০ টি কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যে ৩৭৩ টি কমিটি হতে যাচাই বাছাই প্রতিবেদন পাওয়া গেছে। ৯৭ টি কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ২৯৩৭২ জনের আপিল আবেদন পাওয়া গেছে। যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হলে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়বে না বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। মুক্তিযোদ্ধা ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকের আয়োজন করে বিদ্যমান পুরনো আইন সংশোধনসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুশাসন নিয়ে কাজ করার বিষয়ে সুপারিশ করা হয় বৈঠকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে রাশিয়ার আদলে দেশীয়প্রযুক্তি দিয়ে দ্রুত প্যনোরমা ভবন নির্মাণকাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।