প্রধান মেনু

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় — – প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল-সবুজের পতাকা। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফাউন্ডেশনেরপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম মেহেদী ও মোঃ জসিম উদ্দিন। প্রতিমন্ত্রী বলেন, সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনকে মুক্তচিন্তা ও স্বাধীনতার সপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে এর কর্মযজ্ঞকে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিগণের হাতে সম্মাননা পদক তুলে দেন।