মুক্তিযুদ্ধ পক্ষের সকলে মিলে জঙ্গি আস্তানা দূর করতে হবে – ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, মুক্তিযুদ্ধ পক্ষের সকলে মিলে সোনার বাংলা থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির দল এদেশে জঙ্গি তৈরি করছে এবং এদেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিশ্চিহ্ন করার আহ্বান জানান।
আজ ঈশ্বরদী সাড়া মারোয়াড়ীতে এসএম স্কুল প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী সকালে ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং প্রভাতফেরীতে অংশ নেন। মন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ঈশ্বরদী আওয়ামী লীগ আয়োজিত র্যালিতে যোগ দেন।