প্রধান মেনু

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে — ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দেশ উন্নত হোক এটাই সরকার চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বিভিন্ন খাতে বহুমুখী উন্নয়ন বাস্তবায়ন অব্যাহত রয়েছে।

তিনি আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকড়ারহাট ও ঝড়াবর্ষায় পৃথক দু’টি পথসভায় এ কথা বলেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, আব্দুল হামিদ বাবু, ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শিতলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ডেপুটি স্পিকার বলেন, সরকার কৃষকদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ ব্যবস্থা চালু, তিন বার সারের দাম কমিয়ে কৃষি উন্নয়নে সফলতা অর্জন করেছে। অতীতের কোন সরকার তা করতে পারেনি।

এর আগে ডেপুটি স্পিকার বাদিয়াখালী-সাঘাটা পর্যন্ত পাকা রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। সড়ক বিভাগের অধীনে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

এরপর তিনি সাঘাটার কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিতির বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি স্বাধীনতা, একটি স্বাধীন সার্বভৌম দেশ। এ সময় তিনি জাতির পিতার লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।