প্রধান মেনু

মীরপু‌রে দারুসসালাম থানা আওয়ামীলী‌গের জাতীয় শোক দিবস ও কাঙ্গালী‌ভোজ

এন,ডি,এন নিউজ:

দে‌শের বি‌ভিন জায়গার মত মিরপুর  দারুসসালাম থানা আওয়ামীলী‌গের উ‌দ্যো‌গে উদযাপিত হ‌লো জাতীয় শোক দিবস ও বাংলা‌দে‌শের স্থপ‌তি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪২ তম শাহাদৎ বা‌র্ষি‌কী।

অনুষ্ঠান‌টি‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ‌ছি‌লেন ঢাকা – ১৪ আস‌নের মাননীয় সংসদ সদস্য আসলামুল হক এবং বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন দারুসসালাম থানা আওয়ামীলী‌গের সে‌ক্রেটা‌রি কা‌জী ফ‌রিদুল হক হ্যা‌পি।

‌বঙ্গবন্ধুর বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে এম,পি ব‌লেন, অন‌তি‌বিল‌ম্বে বঙ্গবন্ধুর বা‌কি খু‌নি‌দের ফা‌সি কার্যকর ক‌রে দেশ‌কে উন্ন‌তির শিখ‌রে নি‌তে আমা‌দের সবাই‌কে গনত‌ন্ত্রের মাননসকন্যা শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।

এসময় তরুন যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান রতন    ব‌লেন, আমরা গনত‌ন্ত্রের বিশ্বাসী, যারা স্বাধীনতা বি‌রোধী, পাক বা‌হিনীর দূসর, দেশীয় ষড়য‌ন্ত্রে লিপ্ত থে‌কে যারা জ্বালাও পোড়াওবা‌দে বিশ্বাসী তা‌দের স্থান এ বাংলার মা‌টি‌তে হ‌বে না। এসময় তিন নি‌জে‌কে একজন মু‌জিব সেনা হি‌সে‌বে শেষ রক্ত বিন্দু দি‌য়ে মু‌জিাদর্শ লালন করার আশা ব্যক্ত ক‌রেন।

অনুষ্ঠান‌টি‌তে প্রায় ৬০০ লো‌কের কাঙ্গালী ভো‌জের আ‌য়োজন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা মো মু‌মিনুল হক,‌বি‌শিষ্ট্য ব্যবসায়ী মু‌জিব স‌রোয়ার মাসুম,‌বি‌শিষ্ট্য ব্যবসায়ী খোকনসহ দারুসসালাম থানা আওয়ামীলী‌গের অন্যান্য  নেতৃবৃন্দ।