প্রধান মেনু

মীরপুর ম‌ফিদ-ই-আম স্কুল এন্ড ক‌লে‌জে জাতীয়‌ শোক দিবস উদযাপন

মোঃ সিরাজুল ইসলাম:

ঢাকার প্র‌বেশদ্বার সাভা‌রের আ‌মিনবাজা‌রে মীরপুর ম‌ফিদ-ই- আম স্কুল  এন্ড ক‌লে‌জে জা‌তির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ ও জাতীয় শোক দিবস  যথাযথ ভাব গম্ভী‌র্যের মাধ্য‌মে আজ বুধবার সকাল ৯ টার সময় উদযা‌পিত হয়।

এসময় প্র‌তিষ্ঠান‌টির কোমলম‌তি ছাত্র ছাত্রী‌দের  অংশ গ্রহ‌নে বঙ্গবন্ধুর জীবনীর উপ‌র বক্তৃতা ,‌চিত্রাঙ্কন ও দেশাত্ব‌বোধক গা‌নের প্র‌তি‌যো‌গিতার আ‌য়োজন কর।

এসময় বাবু সুভাস চন্দ্র সূত্ররের চমৎকার  উপস্থাপনায় অনুষ্ঠাটি  একটি ভিন্নমাত্রায় প্রাণবন্ত হয়ে  উঠে।

এধর‌নের আ‌য়োজন শিক্ষার্থী‌দের প্রকৃত ই‌তিহাস জান‌তে সহ‌যো‌গিতা কর‌বে উ‌ল্লেখ ক‌রে  প্র‌তিষ্ঠান‌টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হা‌ফিজুর রহমান ব‌লেন, হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙ্গালীর শোক দিব‌সে আমরা সকল শহীদী আত্মার মাগ‌ফেরাত কামনা কর‌ছি এবং সা‌থে সা‌থে বঙ্গবন্ধুর হত্য‌ার খু‌নি‌দের দ্রুত শা‌স্তির জোর দাবি জানা‌চ্ছি।

মীরপুর ম‌ফিদ-ই-আম স্কুল এন্ড ক‌লে‌জের  বিদুৎসাহীসদস্য ও আ‌মিবাজার ইউ‌নিয়ন আওয়ামী‌লী‌গের সভাপ‌তি  হাজী আ‌কিল খন্দকার ব‌লেন, ‘জাতীয় শোক দিব‌সে  শোক কে শ‌ক্তি‌তে প‌রিণত ক‌রে আন্তর্জা‌তিকভা‌বে দে‌শের ভাবমূ‌র্তি উজ্জল ও বঙ্গবন্ধুর আত্মার শা‌ন্তির জন্য জা‌তির পিতার বা‌কি  খু‌নি‌দের খুব দ্রুত ফাঁ‌সির ব্যবস্থা কার্যকর   কর‌তে হ‌বে।এ দে‌শের মা‌টি হ‌তে বঙ্গবন্ধুর হত্যার দালাল, উগ্রপন্থী জামা‌ত উৎখাত ক‌রে সোনার বাংলা‌কে ডি‌জিটাল কর‌তে সবাই‌কে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রে যে‌তে হ‌বে।’

 

অনুষ্ঠান‌টি‌তে আ‌মিনবাজার ইউ‌নিয়নের চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন, ও প্র‌তিষ্ঠান‌টির গভ‌র্ণিংব‌ড়ির  সভাপ‌তি হাজী দীন মোহাম্মদ,গভ‌র্ণিংব‌ড়ির সদস্য আব্দুল বা‌তেন, মীর্জা আবু বক্কর সি‌দ্দিক, শিক্ষক প্র‌তি‌নি‌ধি বাবু অলক কুমার শীল, আবু সাঈদ, শাহনাজ পারভীন, এলাকার মু‌ক্তি‌যোদ্ধাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।