মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষাথীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম,স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সাভারে আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজে এস এস সি পরিীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায় শতবর্ষি এ প্রতিষ্ঠানটিতে এ বছর ২৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে। এসময় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্ণিংবডির সভাপতি হাজী দীন মোহাম্মদ।
তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে পিতামাতা, সমাজ এ প্রতিষ্ঠান সর্বোপরি এ জাতির মুখ তোমাদেরকেই উজ্জল করতে হবে। এসময় তিনি সকল পরীক্ষার্থীর শুভকামনা করেন।
মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:আব্দুল মালেকের সভাপতিত্বে শিক্ষার্থী-শিক্ষকদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের কাজ থেকে জীবনের এসময়ে যে ভালোবাসা , শিক্ষা , আশীর্বাদ , উপদেশ তোমরা পাও তা সারা জীবনের একটা বড় পুঁজি । এ পুঁজিই তোমাদের পরবর্তী সময়ের পাথেয় হবে। এসময় শিক্ষাথীদের তিনি ভালো শিক্ষার্থী ও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বানও জানান।
জীবনের নতুন একটি ধাপে পদার্পনে এ বিদায়কে ক্ষনস্থায়ী উল্লেখ করে প্রতিষ্ঠনিটির সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বাবু অলক কুমার বলেন ,আমরা প্রতিনিয়ত ধীরে ধীরে আরও ভালো কিছু অর্জনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জীবনের প্রতিটি মুহুর্তে শিক্ষকদের উপদেশ মেনে জীবন গড়ার চেষ্টা করলে সে জীবন অনেক সুন্দর হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক গাজী মনির ।
এসময় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হাজী আকিল খন্দকার তার বক্তব্যে বলেন, জীবনের এ স্তর হচ্ছে তোমাদের মাঝ পর্যায়ের স্তর। আর এ স্তরে ভালো করলে সামনের ধাপগুলো অনেক ভালো করবে,সহজ হবে। এসময় ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করে বাবা মাকে যথাযথ সম্মান করার বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা ফখরুদ্দিনের দোয়া পরিচালনার মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরনের করে অনুষ্ঠানটির যবনিকা হয়।