প্রধান মেনু

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ৬ শত ১ জন পুরুষ, ৬ শত ৩ জন নারী মিলে ১ হাজার ২ শত ৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৯৮ জন পুরুষ, ৮ শত ৩৪ জন নারী মিলে ১ হাজার ৭ শত ৩২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩ শত ৬৭ জন পুরুষ, ৩ শত ৩১ জন নারী মিলে ৬ শত ৯৮ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৮ শত ৯০ জন পুরুষ, ৬ শত ৭৯ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৬৯ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৯ শত ৯২ জন পুরুষ, ১ হাজার ২ শত ৯৫ জন নারী মিলে ২ হাজার ২ শত ৮৭ জন, বালুখালী ক্যাম্পে ৮ শত ৮০ জন পুরুষ, ৬ শত ৮৭ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৬৭ জন, শামলাপুর ক্যাম্পে ৭৮ জন পুরুষ, ৬২ জন নারী মিলে ১ শত ৪০ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ১ শত ৯৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ৬৩ হাজার ৩ শত ৫০ জনের নিবন্ধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১ শত ৭৫ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।