মিরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রতিবাদ ও র্যালী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: গতকাল রাজধানীর মিরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিত এক অভিযোগের প্রতিবাদে বিকাল ৪ টায় এক বিশাল প্রতিবাদ ও র্যালী অনুষ্ঠিত হয়। র্র্যালীটি মিরপুরের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ হতে মিরপুরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন শেষে শাহ আলী থানার সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা জাতির বিবেককে জাগ্রত রাখতে সাংবাদিকদের বিরদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তব্যের এক পর্যায় দ্য এশিয়ান এজ ও দৈনিক বাংলাদেশের ক্রাইম রিপোর্টার সিরাজুল ইসলাম বলেন, দেশকে সুষ্ঠুধারায় পরিচালিত করতে, তথাকথিত নামধারী সমাজসেবকের মুখোশ উন্মেচন করতে,কালো টাকার পাহাড় তৈরী করে যারা রাজনীতি অঙ্গনকে কলুষিত করতে চায় সেই সকল নরাধমের প্রকৃত
চেহারা সমাজের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের উন্মোক্ত স্বাধীনতা দিতে হবে।যারা সাংবাদিকদের এ গতিধারায় বাধ সাধবে তাদেরকে কিছুতেই বাংলাদেশের সাংবাদিক সমাজ ক্ষমা করব্নো।
এসময় অন্যান্য বক্তাদের মাধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম ভোরের ব্যবস্থা্পনা সম্পাদক এস কে রাসেল, আলোকিত দেশ.কম এর সম্পাদক আখতার মাহমুদ,চ্যানেল ২৬ এর সাংবাদিক মো: জামান কামাল, দৈনিক আমার সময়ের সাংবাদিক আজিজুল হক আজিজ, সাপ্তাহিক দূনীতির সন্ধানের পত্রিকার সম্পাদক তুহিন ভূইয়া, জাতীয় গোয়েন্দা সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ বাবুল খান,পাক্ষিক ইংরেজি দ্য এক্সাম্পল এর সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক আব্দুস সালাম মিতুল, মিজানুর রহমান ,জিয়াউর রাহমান খান, মোফিজর রহমান মনআ সহ আরও অনেকে ।
উল্লেখ, রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সংলগ্ন জহির হাজীর বালির গদিতে সংঘঠিত গত ১ ডিসেম্বরে সাবেক নৌযান শ্রমিকলীগ নেতা মো : সেলিম হত্যা কান্ডের প্রকৃত রহস্য উন্মোচন শীর্ষক বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে সন্ত্রাস বাহিনীর গডফাদার ,এক সময় এ এলাকার জামায়াত শিবিরের ক্যাডার, অবৈধ বালু ব্যবসায়ী জহির হাজী মিরপুর উপ-বিভাগীয় পুলিশ কমিশনার বরাবরে সাংবাদিকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।