প্রধান মেনু

মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  নিহত দুজন                        

নিজস্ব  প্রতিনিধি কুুষ্টিয়া ঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম  বলেন, গতকাল সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৬ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়।

লাশ উদ্ধারের স্থান থেকে দেব দত্তের বাড়ির দূরত্ব দুই শ গজের মতো। তার বাবা পবিত্র দত্ত স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দেবের পরিবার সূত্রে জানা গেছে, ৯ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহৃত হয় সে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি অপহরণ মামলাও হয়। ঘটনার পর থেকে দেবকে উদ্ধার করতে পুলিশের একটি দল তৎপর ছিল। যার নেতৃত্বে ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী।

ছেলে দেবকে হারিয়ে মায়ের আহাজারি। চিথলিয়া গ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ২৫ জুন। স্থানীয় সাংবাদিকদের জানান, আলোদেবের লাশ উদ্ধারের পর জানতে চাইলে নূর-ই-আলম সিদ্দিকী স্থানীয় সাংবাদিকদের বলেন,  অপহরণকারীরা খুবই চতুর। অপহরণের পর দুইবার ফোন করে চাঁদা চাওয়া হয়েছে। গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে জানা যায়, চিথলিয়া গ্রামেই জহুরুল ইসলামের বাড়িতে দেবের লাশ থাকতে পারে। সেই খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালানো হয়।