প্রধান মেনু

মিরপুরে সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আজ ঢাকায় মিরপুরে সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি সরকারি আশ্রয়কেন্দ্রের সুযোগসুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন। সরেজমিন পরিদর্শনকালে মন্ত্রী জানান, ভবঘুরে ব্যক্তিদের জন্য সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।

মিরপুরের এ সরকারি আশ্রয়কেন্দ্রটিতে বহুতলভবন করা হবে। ভবন নির্মাণের বিষয়টি উচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে মন্ত্রী জানান।এসময় অন্যান্যদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।