মিরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননার প্রতিবাদে সাংবাদিকদের মানবন্ধন

রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ছবি সম্বলিত বিপুল সংখ্যক ফেস্টুন ও পোষ্টার চরম অবমাননা করাসহ ছিড়ে ডাস্টবিনে ফেলে দেয়ার প্রতিবাদে ও মানববন্ধন করেছে মিরপুরের সাংবাদিক সমাজ। ১৫ ই সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১.০০ টার দিকে মিরপুর এক নম্বরস্থ গ্রামীনফোন সেন্টারের সামনে আয়োজিত এ প্রতিবাদী মানববন্ধনটিতে নেতাকর্মীদের বক্তব্য শেষে ডিএমপির মিরপুর জোনের ডিসি অফিসে সন্ত্রাসীদের বিচারের দাবিতে একটি স্বারকলিপি পেশ করেন।
ঢাকা-১৪ আসনটি আসন্ন জাতীয় নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবাহী আসন। রাজধানীর মিরপুর,শাহ আলী,রুপনগর ও সাভার থানার একাংশ কাউন্দিয়া ইউনিয়ন সমন্বয়ে আসনটি গঠিত। এ আসন থেকেই ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম মতিউর রহমান একাদ্শ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রত্যাশিত একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আসনটির গোটা এলাকা জুড়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার,ফেস্টুন ও ব্যানার বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে প্রচার করে আসছিলেন ।
গতকাল বৃহঃপতিবার ওই এলাকার একটি অজ্ঞাত কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত তার বিপুল সংখ্যক ফেস্টুন,পোস্টার ধারালো ছুরি দিয়ে কেটেছিঁড়ে ময়লার স্তুপে ফেলে দেয়। মর্মান্তিক এ দৃশ্য চোখে পড়লে আকষ্মিক মতিউর রহমান সমর্থক মিরপুরের বিরাট এক জনগোষ্ঠী প্রচণ্ড ক্ষোভে ফেঁটে পড়ে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে যারা চরম অবমানাকরীদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবিতে আজ শনিবার মানব বন্ধনের ডাক দেন মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
মিরপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন গ্রামীন ফোন সেন্টারের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তারা মিরপুরের যে সকল সন্ত্রাসীরা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলেছে তাদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে এবং বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবি করেন। মিরপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা এই মানব বন্ধনের উপস্থিত ছিলেন। মানব বন্ধনে মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জামান কামাল, সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ সাগর, প্রচার সম্পাদক মারুফ হায়দার, সাংবাদিক আলাউদ্দিন, রাজু আহমেদ, আশরাফ বাবু, রেহানা চৌধুরী, কাজী সামাদ, বাবুল খান, আবজাল হোসেন জাকির ও অন্যান্য কূলাকুশলীরা বক্তব্য রাখেন।
তারা ঢাকা-১৪ আসনে বঙ্গবন্ধু ছবির অবমাননাকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে বাংলাদেশ সরকারের কাছে শাস্তির দাবি জানান। এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তি যেই হোকনা কেন, সরকারের সাহায্যে, তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করা, তাদের ইন্ধন ও সাহায্যকারী ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে এ.কে.এম মতিউর রহমান বলেন,এঘটনায় আমি খুবই মর্মাহত। কে বা কারা কি উদ্দেশ্যে এই বিপুল সংখ্যক ফেস্টুন ও পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দিলো তা আমার বোধগম্য নয়। তবে যারাই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তারা ভালো কাজ করেনি। আমি অপ্রত্যাশিত এ ঘটনায় গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদের পাশাপাশি অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।