প্রধান মেনু

মিরপুরে আবাসিক হোটেলে অভিযান: খদ্দের-পতিতাসহ আটক-১২

মিরপুর (ঢাকা) : মিরপুর ও গাবতলি এলাকায় অবস্থিত আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে খদ্দের ও পতিতাসহ ১২ জনকে আটক করেছে ঢাকা মেট্রো পুলিশ।শনিবার বিকেলে ওই এলাকার ২ টি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মিরপুর ও গাবতলি এলাকায় অবস্থিত হোটেল সোনার বাংলা,হোটেল গাবতলি,আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানো হচ্ছে।

এর ফলে এলাকার উঠতি বয়সী ছেলেরা নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে। এছাড়া এসব হোটেল সন্ত্রাসী ও অপরাধীদেরও অভয়ারণ্যে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই হোটেলগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।

ওসি,কাফরুল ও ওসি,তদন্ত দারুসসাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জাতীয় গোয়েন্দা সংবাদ কে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাবুল খাঁন

সিনিয়র রিপোর্টার (ক্রাইম)